নিজস্ব প্রতিবেদক: ঈদ বাজারে বস্ত্র ব্যবসায়ীরা কাপড়ের অতিরিক্তি দাম নিচ্ছেন- এমন অভিযোগ পেলে দোকান সিলগালা করে ব্যবসায় বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।
রবিবার (৯ মার্চ) দুপুরে নগরীর রিয়াজউদ্দিন বাজারে খুচরা পর্যায়ে ভোগ্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।
এসময় তিনি বলেন, আসন্ন ঈদকে কেন্দ্র করে ধীরে ধীরে কাপড়ের দোকানগুলোতে ভিড় হতে থাকবে। ক্রয় এবং বিক্রয়ের মধ্যে অসঙ্গতি দেখতে পেলে জরিমানার পাশাপাশি প্রয়োজনে দোকান সিলগালা করে দেওয়া হবে।
সম্প্রতি ভোজ্যতেলের বাজারে চলমান অস্থিরতা প্রসঙ্গে প্রশ্ন করা হলে জেলা প্রশাসক বলেন, আমাদের সাথে মিল মালিকদের কথা হয়েছে। ১৬০ টাকা কেজিতে খুচরা তেল বিক্রি হবে। খুচরা ব্যবসায়ীরা ভর্তুকি দিয়ে হলেও ১৬০ টাকায় তেল বিক্রি করবে। এর বাইরে কোনো কথা নেই। সিটি গ্রুপ, টিকে গ্রুপ, খাতুনগঞ্জের ব্যবসায়ী সমিতির সভাপতি ও ঊর্ধ্বতন ব্যবসায়ীদের সাথে আমাদের এ বিষয়ে সেটেলমেন্ট হয়েছে। খুচরা তেল কেজিপ্রতি ১৬০ টাকাতেই বিক্রি হবে।
অভিযানের সময় সরকার নির্ধারিত ৭৫০ টাকার পরিবর্তে ৭৮০ টাকায় কেজিতে গরুর মাংস বিক্রি করায় এক দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তিনি রেয়াজুদ্দিন বাজারে লেবু, শসা, তরমুজ, শুকনো ফলসহ বিভিন্ন সবজির দোকান পরিদর্শন করেন।
জেলা প্রশাসক বলেন, বিগত যেকোনো সময়ের তুলনায় এবছর নিত্যপণ্যের বাজার অত্যন্ত সহনীয় পর্যায়ে আছে।
পরিদর্শনের সময় মূল্য তালিকা না রাখা, পণ্যের দাম বেশি রাখাসহ বিভিন্ন অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ক্রেতাদের সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি দাম বৃদ্ধি না করতে সতর্ক করা হয়।
চাটগাঁ নিউজ/ইউডি/জেএইচ