চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে অটোরিকশার ধাক্কায় আদিবা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া ৬নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আদিবা উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব-চাম্বল ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মিজানের কন্যা।
পুলিশ সূত্রে জানা গেছে, ‘শিশু আদিবা চাম্বল ইউনিয়ন থেকে তার নানার বাড়ি শীলকূপে বেড়াতে আসে। দুপুরে তার ভাইসহ অন্যান্য শিশুরা সড়কের পাশে থাকা অটোরিকশায় বসে খেলছিল।
রিকশাচালক গাড়িটি চাবিসহ রেখে পাশের দোকানে বসেন। এ সময় শিশু আদিবার বড় ভাই (প্রতিবন্ধি) গাড়ির চাবিতে হাত দিলে গাড়িটি অটো চালু হয়ে যায়। গাড়ির পাশে থাকা আদিবা ওই গাড়ির ধাক্কায় গাড়িসহ নালায় পড়ে যায়। এতে শিশুর ঘাড়ের রগ ছিঁড়ে যায়।
ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আদিবাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ