সিএনজি অটোরিকশায় ফেলে যাওয়া স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরে সিএনজিচালিত অটোরিকশায় ফেলে যাওয়া ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪৮,৯০০ টাকা অক্ষত অবস্থায় উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সাইফুল ইসলাম (৩৯) নামের এক ব্যক্তি। তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের নিয়ে অজ্ঞাতনামা একটি সিএনজি অটোরিকশায় করে তিনি চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন সংলগ্ন গ্রামীণমাঠ এলাকায় পৌঁছান। ভাড়া পরিশোধ করে সিএনজি থেকে নামার সময় অসাবধানতাবশত তার স্ত্রীর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা রাখা ব্যাগটি সিএনজিতে রেখে নেমে যান।

পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন সাইফুল। এরপর সাইফুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরপরই পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিএনজির রেজিস্ট্রেশন নম্বর (চট্ট-মেট্রো-থ ১২-৫২৩৪) শনাক্ত করে। পরে গোপন সূত্র ও প্রযুক্তির সহায়তায় চালককে বাকলিয়ার বাদিয়ারটেক এলাকা থেকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ব্যাগসহ স্বর্ণ ও নগদ টাকা অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আবদুল করিম বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অটোরিকশাটি শনাক্ত করে স্বর্ণ ও নগদ টাকা অক্ষত অবস্থায় উদ্ধার করি। তিনি বলেন, জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা কাজ করছি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top