চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন আতুরার ডিপো এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোল বোমা হামলায় দগ্ধ লায়লা বেগম (৫০) নামের সেই বৃদ্ধা মারা গেছেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
লায়লা বেগমের স্বামী আব্বাস উদ্দিন জানান, বৃহস্পতিবার রাজধানী ঢাকা থেকে চিকিৎসা শেষে রাউজানের নিজ বাড়িতে তাকে নিয়ে আসা হয়। পরে রাত ১২টার দিকে নিজ কক্ষে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এর আগে গত ২০ এপ্রিল ভোরের দিকে আতুরার ডিপো চামড়া গুদামের সামনে সিএনজি অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় দুই যাত্রী লায়লা বেগম (৫০) ও তার পুত্রবধূ ঝর্ণা বেগম (৩০) দগ্ধ হন।
ওই দিন ভোরে অটোরিকশা যোগে কুতুবদিয়া মালেক শাহ’র দরবারে যাচ্ছিলেন তারা। আতুরার ডিপো এলাকায় এলে কয়েকজন লোক অতর্কিত পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে অটোরিকশায় থাকা ৫ যাত্রীর মধ্যে দুইজন দগ্ধ হয়। অটোরিকশার সিলিন্ডারের লাইন টেনে ছিঁড়ে দেওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেনি। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছিল।
চাটগাঁ নিউজ/জেএইচ