সেলিম উদ্দীন, ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী রাজঘাট পাড়ার একমাত্র সড়কটির দীর্ঘদিন বেহাল দশা। গ্রামের একমাত্র সড়কটির বিভিন্ন স্থানে ইট-মাটি সরে গিয়ে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই সড়কে গাড়ি চলাচল তো দুরের কথা, পায়ে হেঁটে চলাফেরা করতে গিয়েও অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দেরকে। দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল দশার কারণে বর্তমানে অকেজো হওয়ার পথে অর্ধকোটি টাকার জেটি ঘাটটিও। দ্রুত সময়ে এই সড়কটি সংস্কার করে চলাচল উপযোগী করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা গেছে, পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী, গাইট্যাখালী, আজিমপাড়া, রাজঘাট, চরপাড়া, ঈদগাঁও এবং বাজারে যাতায়াতের একমাত্র যোগাযোগের মাধ্যম হওয়ায় দৈনিক কয়েক হাজার মানুষ এই সড়কটি ব্যবহার করে। কিন্তু বেহাল সড়কের কারণে সিএনজি, মোটরসাইকেল, অটোরিক্সা ও টমটম গাড়িও চলছে না।
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর আর সংস্কার করা হয়নি। আবার এরই মধ্যে সড়কটি সংস্কারে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান অধিকাংশ জায়গা থেকে ইট তুলে নিয়েছে। এমন অবস্থায় সড়কটি নামে সড়ক থাকলেও দৃশ্যত খানাখন্দেই পরিণত হয়েছে। সড়কের কারণে এলাকার বাসিন্দাদেরকে পার্শ্ববর্তী ইসলামপুর গ্রামের নৌঘাট ব্যবহার করতে হচ্ছে।
এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, সড়কে দুর্ভোগের কারণে পরিবহনে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। সড়ক না থাকায় যানবাহন চলাচল করতে পারছে না। তাছাড়া এই সড়কটি ব্যবহার করে হাজার হাজার লবণ-মৎস্য শ্রমিকরা। তালি জোড়া সড়কের কারণে মৎস্য ও লবণ শিল্পজীবীরাও পড়েছেন বেকায়দায়। সাগর থেকে আহরিত মাছ ও উৎপাদিত লবণ বিক্রির জন্য তাদেরকেও সীমাহীন কষ্ট স্বীকার করে ইসলামপুর নৌঘাট ব্যবহার করতে হচ্ছে।
ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ইয়াছিন উল্লাহ বলেন, রোয়ানুর পর থেকে আজ পর্যন্ত জনবহুল এই রাস্তা দিয়ে মানুষ ও যানবহন চলাচল অনুপোযোগী হয়ে পড়েছে। তাই জরুরী ভিত্তিতে এ রাস্তাটি দ্রুত সংস্কার প্রয়োজন।
পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ বলেন, রোয়ানুর পর থেকে বহুল জনগোষ্ঠী অধ্যুষিত এ রাস্তাটি অবহেলিত রয়েছে। রাস্তাটির দুরবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করা হয়েছে। এখনো পর্যন্ত দৃশ্যমান কোন উদ্যোগ নেয়া হয়নি। যার কারণে বঞ্চিত হয়েছে এলাকার মানুষ। দ্রুত রাস্তাটি সংস্কার করার জন্য তিনি কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
ঈদগাঁও উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুল ইসলাম বলেন, গোমাতলী ব্রীজ থেকে রাজঘাট পর্যন্ত রাস্তাটি সার্ভে করে প্রাক বাজেট সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে।
চাটগাঁ নিউজ/ ইউডি