৬ জেলায় বজ্রপাতে নিহত ১১

চাটগাঁ নিউজ ডেস্ক : দেশের ছয় জেলায় বজ্রপাতে ১১ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুন) পৃথক সময়ে বজ্রপাতের এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নওগাঁয় তিনজন, চাঁপাইনবাবগঞ্জে তিনজন, নাটোরে দুইজন, ঠাকুরগাঁওয়ে একজন, দিনাজপুরে একজন, সন্দ্বীপে একজন রয়েছেন।

সন্দ্বীপ
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় চরে ফুটবল খেলার সময় বজ্রপাতে রাফি (১৫) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বেলা ১১টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। রাফি স্থানীয় খান সাহেব নুরিয়া হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। সে ৩ নম্বর ওয়ার্ডের মাঝের বাড়ির জামাল উদ্দিনের ছেলে।
নওগাঁ
নওগাঁর পত্নীতলা ও মান্দা উপজেলায় বজ্রপাতে দুই কৃষক ও এক নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বিকেলে ঝড়-বৃষ্টির সময় দুর্ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার পাটিচড়া ইউনিয়নের নাগরগোলা গ্রামের বিশা মণ্ডলের ছেলে খাদেমুল ইসলাম (৫০) ও গাহন গ্রামের আব্দুল হামিদের স্ত্রী মনিকা (৩৫) এবং মান্দা উপজেলার ভোলাম গ্রামের ফইমদ্দিন মণ্ডলের ছেলে শামসুল আলম (৩৪)।

চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। বিকেলে শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার হঠাৎপাড়া এলাকা এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার আলীডাঙ্গা মহল্লার সুভাস ভকতের স্ত্রী ববি ভকত (৩২), উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণপাকা নিশিপাড়ার এরশাদ আলী রাকিবুলের মেয়ে কবিতা খাতুন (৮) ও ভোলাহাট উপজেলার হঠাৎপাড়া এলাকার এসলাম আলীর মেয়ে আমেনা খাতুন (১০)।

নাটোর
নাটোরের নলডাঙ্গায় বারনই নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে কামরুল হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় মজনু (৪০) নামে আরেকজন আহত হয়েছেন। দুপুর দেড়টার দিকে উপজেলার কোমরপুর এলাকায় এ বজ্রপাতের ঘটে।

নিহত কামরুল হোসেন উপজেলার কোমরপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। আহত মজনু একই গ্রামের আহমদ আলীর ছেলে।

ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে লিপি আকতার নামে এক নারীর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার রনশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। লিপি রনশিয়া গ্রামের ফিরোজ জামানের স্ত্রী।

দিনাজপুর
দিনাজপুরের নবাবগঞ্জে বজ্রপাতে জুয়েল নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বিকেলে নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের দামাইল সরকারপাড়া গ্রামের লালঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জুয়েল মিয়া (১৯) নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের দামাইল সরকারপাড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে। সে স্থানীয় আফতাবগঞ্জ সরকারি কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, ঠাকুরগাঁও, দিনাজপুর, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জগণ দৈনিক খবর সংযোগের প্রতিনিধিদের এ তথ্য নিশ্চিত করেছেন।

চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top