৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল নিউইয়র্ক

চাটগাঁ নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১০টা ২৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

ম্যানহাটন থেকে ৫০ মাইল পশ্চিমে লেবানন নামক এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়।

এতে ফিলাডেলফিয়া থেকে বোস্টন পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে।

এসময় পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে শহরজুড়ে সতর্কবার্তা হিসেবে সাইরেনের শব্দ পাওয়া গেছে।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top