পড়া হয়েছে: ৫৬
চাটগাঁ নিউজ ডেস্ক: কর্ণফুলী থানার ব্রিজঘাট এলাকা থেকে মুঠোফোন চোর চক্রের সদস্য মো. ইমাম হোসেন (২৬)-কে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ। সোমবার (৬ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক মো. ইমরান হোসেন বলেন, সোমবার রাতে অভিযান চালিয়ে মো. ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে ৩৮টি চোরাই মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/ইউডি/জেএইচ