কক্সবাজার প্রতিনিধি: রেলে চড়ে কক্সবাজারে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী ডাঃ হাসান মাহমুদ এবং ২৪ টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশনপ্রধান সহ ৩৪ কূটনৈতিক।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম থেকে বিশেষ ট্রেনে কক্সবাজারে এসে পৌঁছান তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর আউট রিচ প্রোগ্রামের আওতায় ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া,চীন,কোরিয়া, ইতালি,ডেনমার্ক,কসোভো,পাকিস্তান,ফিলিপাইন, মালয়েশিয়া,থাইল্যান্ড,নেপাল,শ্রীলংকা,ভিয়েতনাম,ভুটান,ভ্যাটিকান, স্পেন ,আর্জেন্টিনা ,লিভিয়া,সিঙ্গাপুর,অস্ট্রেলিয়া, মিশর , ফ্রান্স এবং এফএও আইইওটি একেডিএন আন্তর্জাতিক সংস্থা গুলোর ২৪ জন মিশনপ্রধান সহ ৩৪ জন কূটনৈতিক সদস্য এই আউটরিচ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
এ সময় জাতীয় সংসদের হুইপ সাইমুম সরোয়ার কমল বলেন,চট্টগ্রাম থেকে টানেল সহ উন্নয়ন প্রকল্প গুলো দেখে ট্রেনে করে কক্সবাজারে এসেছেন তারা,এবং কক্সবাজারের উন্নয়ন প্রকল্প এবং রামু বুদ্ধমন্দিরের সৌন্দর্য পরিদর্শন করবেন।
হুইপ আরো বলেন, বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে কক্সবাজারের সৌন্দর্যের মেসেজ যাবে এবং কক্সবাজারকে সাজাতে বৈদেশিক বিনিয়োগ আনতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চাটগাঁ নিউজ/এমআর