পড়া হয়েছে: ৪১
সিপ্লাস ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরে খেলতে হলে ২৩ ওভারে ভারতকে করতে হবে ১৪৫ রান। নেপালের বিপক্ষে ২৩১ রানের টার্গেট তাড়ায় ২.১ ওভারে ১৭ রান করে ভারত।
এরপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে কার্টল ওভারে ভারতের নতুন লক্ষ্য দাঁড়ায় ২৩ ওভারে ১৪৫ রান। বৃষ্টির আগে ২.১ ওভারে ১৭ রান করায়, কোহলিদের এখন ২০.৫ ওভারে আরও ১২৮ রান করতে হবে।
সোমবার শ্রীলংকার পাল্লেকেল্লে স্টেডিয়ামে এশিয়া কাপের ১৬তম আসরের পঞ্চম ম্যাচে টস জিতে নেপালকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারত।
প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার কুশাল বুর্তাল ও আসিফ শেখ। উদ্বোধনীতে তারা ৫৯ বলে ৬৫ রানের জুটি গড়েন।
এরপর ৬৭ রানে নেপাল হারায় ৫ উইকেট। শেষ পর্যন্ত আসিফ শেখের ৫৮ এবং সম্পাল কেমির ৪৮ রানের ইনিংসে ভর করে ২৩০ রানে অলআউট হয় নেপাল।