২০২২-২৩ অর্থবছরে এডিপি বাস্তবায়ন কমেছে ৮.৫৮ শতাংশীয় পয়েন্ট

শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: আগের অর্থবছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন ৮.৫৮ শতাংশীয় পয়েন্ট কমেছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সদ্য সমাপ্ত অর্থবছরে সরকারের এডিপি বাস্তবায়ন হার ছিল ৮৪.১৬ শতাংশ। যা আগের অর্থবছরে ছিল ৯২.৭৪ শতাংশ।

পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে থাকা আইএমইডি’র কর্মকর্তারা জানান, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নির্মাণ উপকরণের দাম বাড়ায় অনেক প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। প্রকল্প ব্যয়ে সরকারের কৃচ্ছতাসাধন এবং তহবিলের সীমিত ছাড়ও এডিপি বাস্তবায়ন হার কমিয়েছে।

চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় অগ্রাধিকার অনুসারে বিভিন্ন প্রকল্পকে – এ, বি ও সি ক্যাটাগরিতে ভাগ করেছে সরকার। সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত প্রকল্পগুলোকে রাখা হয়েছে ‘সি’ ক্যাটাগরিতে। এসব প্রকল্পের জন্য অর্থ ছাড় সাময়িকভাবে বন্ধ আছে বলে জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এছাড়া, ‘বি’ ক্যাটাগরিভুক্ত প্রকল্পগুলোর জন্য ৭৫ শতাংশ অর্থ ছাড়ের কথা বলা হয়েছে। আর ‘এ’ ক্যাটাগরির প্রকল্পগুলোর জন্য নির্ধারিত তহবিলের ১০০ শতাংশই ছাড় করা যাবে।

আইএমইডি’র কর্মকর্তারা জানান, এডিপি বাস্তবায়নে সরকার বিভিন্ন কৌশল প্রণয়ন করলেও –মন্ত্রণালয় ও বিভাগগুলো এখনও তাদের বাস্তবায়ন সক্ষমতা সেভাবে গড়ে তুলতে পারেনি।

তাদের মতে, প্রকল্পের দরপত্র আহ্বান থেকে শুরু করে, ভূমি অধিগ্রহণ, বৈদেশিক অর্থায়ন নিশ্চিত করা, প্রশাসনিক অনুমোদন, প্রকল্প পরিচালক নিয়োগ, যথাযথ সম্ভাব্যতা জরিপের অভাব এবং বাস্তবায়নকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবের মতো নানাবিধ সমস্যা এডিপি বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

Scroll to Top