হালদা নদী থেকে আরও দুটি মরা মা মাছ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক : হালদা নদীতে পাওয়া গেল আরও দুটি মরা মা মাছ।

আজ শুক্রবার (২৮ জুন) হালদা নদীর হাটহাজারী অংশের উত্তর মাদার্শার কুমারখালী ঘাট এলাকা থেকে মরা কাতলা মাছ দুটি উদ্ধার করা হয়েছে।

এদের একটির ১৬ কেজি ওজনের ৯৮ সে.মি. ও ১০ কেজি ওজনের ৮৫ সে.মি. দৈর্ঘ্য।

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও হালদা গবেষক ড.মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হালদা থেকে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি মা মাছ ও একটি অতি বিপন্ন প্রজাতির একটি গাঙ্গেয় ডলফিন উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার উদ্ধার হওয়া মৃত দুটি মাছের মধ্যে একটিতে বড়শির আঘাত রয়েছে। অপরটি পচন ধরায় মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি। ’ এটা বাস্তুতন্ত্রের জন্য অশনি সংকেত।

তিনি বলেন, প্রথম মাছটির কানকোর নিয়ে বঁড়শির আঘাতের চিহ্ন দেখা যায় এবং দ্বিতীয় মাছটি পচে গলে যাওয়ায় কোনো এখনো আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়নি। বিগত কয়েকদিনে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ৪টি মা মাছ ও ১ ডলফিনের মৃত্যু হয়েছে। ইদানিং হালদায় মনুষ্যসৃষ্ঠ ধ্বংসাত্মক কর্মকান্ড বেড়েই চলেছে যা হালদার জলজ বাস্তুতন্ত্রের জন্য অশনিসংকেত।

চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top