হালদা থেকে উদ্ধার সাড়ে ৫ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

রাউজান প্রতিনিধি : চট্টগ্রামে মৎস্য অভয়ারণ্য ও প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে উদ্ধার হওয়া ৫ হাজার ৬০০ মিটার ঘের জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বিকাল ৫টার দিকে হাটহাজারী উপজেলার রামদাস হাটস্থ নৌ পুলিশ ফাঁড়ি প্রাঙ্গণে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

এর আগে ১৩ ও ১৪ জানুয়ারি টানা দুইদিন হালদা নদীর কচুখাইন থেকে নাঙলমোড়া পর্যন্ত অভিযান পরিচালনা করে বিভিন্ন স্পট হতে ঘের জালগুলো উদ্ধার করা হয়।

রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন নেতৃত্বে নৌ পুলিশের উপপরিদর্শক মো. রমজান আলীসহ রাউজান উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারী ও নৌ পুলিশের সদস্যরা অভিযানে অংশ গ্রহণ করেন।

রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, হালদার মৎস্য সম্পদ রক্ষায় ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে হালদা নদীতে অভিযান চালিয়ে বিভিন্ন স্পট থেকে ১৩টি চরঘেরা জাল উদ্ধার করি। জালগুলোর দৈর্ঘ্য প্রায় ৫ হাজার ৬০০ মিটার। যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। হালদা নদীর মা মাছ ও মৎস্য সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/গাজী জয়নাল/এসএ

Scroll to Top