হামাস মুক্তি দিল আরও দুই ইসরায়েলি বন্দিকে

আন্তর্জাতিক ডেস্ক : আরও দুই ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) দুইজন পুরুষ ইসরায়েলি বন্দি, ওফের কালদেরন এবং ইয়ারদেন বিবাসলে মুক্তি দেয় হামাস।

আজ আরও এক ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে তাদের। এই মুক্তির খবর নিশ্চিত করে ইসরায়েলি সামরিক জানিয়েছে মুক্তি প্রাপ্তরা ইতোমধ্যে ইসরায়েলে প্রবেশ করেছেন।

ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, ফিরে আসা বেসামরিক বন্দিরা আইডিএফের সহযোগিতায় ইসরায়েলি ভূখণ্ডে সীমান্ত পার করেছে। তারা বর্তমানে দক্ষিণ ইসরায়েলে একটি প্রাথমিক পরিচর্যা কেন্দ্রের দিকে যাচ্ছেন। সেখানে চিকিৎসকরা তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করবেন।

এর আগে বন্দি বিনিময় উপলক্ষে দক্ষিণ গাজায় অনেক মানুষের ভিড় জড়ো হয়। সমুদ্রের পটভূমিতে একাধিক সবুজ পতাকা ও ফিলিস্তিনি পতাকা সম্বলিত মঞ্চে হামাস যোদ্ধারা ওঠে আসেন পরে বন্দিদের নিয়ে আসা হয়।

এর আগে টেলিগ্রাম চ্যানেলে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবায়দা জানিয়েছিলেন, শনিবার ইয়ারদেন বিবাস, কেইথ সেইগেল এবং ওফার কালদেরনকে মুক্তি দেওয়া হবে।

এদিকে ইসরায়েলের কারাগারগুলোয় আটক থাকা ফিলিস্তিনিদের মধ্যে ১৮৩ জনকে মুক্তি দেওয়া হবে আজ।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বিবৃতিতে ১৮৩ জনকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। এই ১৮৩ ফিলিস্তিনি বন্দির মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাভোগ করছিলেন। ৫৪ জনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। আর বাকি ১১ জনকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর আটক করা হয়েছিল।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top