হাটহাজারীতে র‌্যাবের মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৩

চাটগাঁ নিউজ ডেস্ক: র‌্যাবের মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার দিকে র‍্যাব-৭ চট্টগ্রাম কর্তৃপক্ষ তাদেরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার বিকালের দিকে হাটহাজারী উপজেলার চিকনদন্ডি ইউনিয়নের চৌধুরীহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. খাইরুল ইসলাম জিহান (২৯), আজিম উদ্দিন মিজান (৩০) ও অপি দাশ (২৪)।

র‌্যাব সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকার একটি বিল্ডিংয়ের পিছনে পাকা রাস্তার উপর অবৈধভাবে মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) মজুদ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। খবর পেয়ে র‌্যাব-৭ এর সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে কৌশলে পালানোর সময় র‌্যাব সদস্যরা তাদের গ্রেফতার করে।

এ সময় তাদের দেহ তল্লাশি করে তাদের পরিহিত প্যান্টের পকেট থেকে ৫টি পলিজার প্যাকেটে মোড়ানো সর্বমোট ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা হতে পারে।

গ্রেফতারকৃত আসামিদের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের হাটহাজারী থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top