হাটহাজারীতে পাঁচ ইটভাটাকে অর্থদণ্ড ৬ লাখ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম হাটহাজারীতে ইটভাটায় অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটাকে ছয় লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের পশ্চিমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা যায়, ঘটনারদিন বেলা এগারটা থেকে বেলা দেড়টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত মোবাইল কোর্টের অংশ হিসেবে উল্লেখিত এলাকার কয়েকটি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ইট ভাটায় জ্বালানি কাঠের ব্যবহার, পরিবেশের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স হালনাগাদ না থাকার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আওতায় মেসার্স কাদেরিয়া ব্রিকস (৫৫৫)-কে দুই লাখ, মেসার্স কর্ণফুলি ব্রিকস (NBM) কে দুই লাখ, মেসার্স গোল্ডেন ব্রিকস (GBH) কে পঞ্চাশ হাজার, মেসার্স সাঈদ আহম্মদ ব্রিকস (SAB) কে এক লাখ এবং মেসার্স ন্যাশনাল ব্রিকস (S&B) কে পঞ্চাশ হাজার টাকাসহ সর্বমোট ছয় লাখ টাকা অর্থদণ্ড করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করা হয়।

এ সময় চট্টগ্রাম জেলার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুর আলম, সিনিয়র ক্যামিস্ট জান্নাতুল ফেরদৌস, হাটহাজারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনায় হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম, আনসার সদস্যসহ উপজেলার ৩নং মির্জাপুর ইউপির সরকারহাট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা সাথে থেকে সার্ভিক সহযোগিতা করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top