হাজারি গলিতে সহিংসতা ও এসিড হামলা: দু’পক্ষের আহত অনেক

চলছে যৌথবাহিনীর অভিযান

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার হাজারি গলি এলাকায় ইসকন নিয়ে বিরুপ মন্তব্যের জেরে বিক্ষোভ, ভাংচুর, ইটপাটকেল ও এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বিক্ষোভকারী, পুলিশ ও সেনাবাহিনী মিলে আহত হয়েছেন অনেকেই। তবে বিক্ষোভকারীদের ঠিক কতজন আহত হয়েছেন তা সঠিক জানা না গেলেও চট্টগ্রাম মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতালে  অনেকজনকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে ৭ পুলিশ সদস্য যারা আহত হয়েছেন  তারা বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপরদিকে ৫ সেনাসদস্য গুরুতর আহত হওয়ায় তাদের সিএমএইচে ভর্তি করা হয়েছে। এছাড়া ভেঙে দেয়া হয়েছে সেনাবাহিনীর গাড়ির উইন্ডশিল্ড।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্বৃত্তদের ধরতে হাজারি গলিতে অভিযান এখনও অব্যাহত আছে। এ বিষয়ে আগামীকাল বুধবার সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইসকন নিয়ে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই বিক্ষোভ-সহিংসতার ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীদের নিবৃত্ত করতে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গেলে একপর্যায়ে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও ‘এসিড’ ছুঁড়ে মারে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় সনাতন ধর্মাবলম্বীদের একাংশের এ বিক্ষোভ শুরু হয়। রাত আনুমানিক ৯টার দিকে পুলিশ ও সেনাসদস্যদের ওপর অতর্কিত এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে একজন ফেসবুক ব্যবহারকারী একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে ইসকন নিয়ে বিরূপ মন্তব্য ছিল। ফটোকার্ড সম্বলিত সেই পোস্ট ফের ফেসবুকে শেয়ার করেন হাজারি গলির মিয়া শপিং সেন্টারের একটি দোকানের মালিক। আর সেই পোস্টে ক্ষুব্ধ হয়ে স্থানীয়দের একাংশ দোকানটি ভাঙচুর করেন এবং ওই ব্যবসায়ীর ওপর আক্রমণের চেষ্টা চালান।

এসময় পুলিশ ও সেনাবাহিনী গিয়ে ওই ব্যবসায়ীকে হেফাজতে নেন এবং পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভরতদের সন্ধ্যার দিকে পুলিশ ও সেনাসদস্যরা নিবৃত্ত করতে যান। একপর্যায়ে তাদের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা। এ সময় তাদের লক্ষ্য করে ‘এসিড’ ছুঁড়ে মারা হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

ঘটনাস্থলে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী চাটগাঁ নিউজ’কে জানান, হাজারি গলিতে বিক্ষুব্ধদের নিবৃত্ত করার সময় সেনাসদস্যরা ধাওয়া দিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চড়াও হন কয়েকজন যুবক। এসময় হাজারি গলির ভেতরের একটি বিল্ডিং থেকে কে বা কারা এসিড ছুঁড়ে মারে যৌথবাহিনীকে লক্ষ্য করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ। তিনি বলেন, আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে।

নগর পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, আমাদের অভিযান চলমান আছে। এই মুহূর্তে বিস্তারিত বলা  সম্ভব না। আগামীকাল সব জানাতে পারবো। তবে দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিব।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top