পড়া হয়েছে: ৩৪
সৌদি আরব প্রতিনিধি: সৌদিয়া আরবের আবহা প্রদেশের মাহাইল এলাকায় বজ্রপাতে আহমদ ছফা নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, সোমবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার সময় কাজ করা অবস্থায় আহমদ ছাফা (৪৮) ঘটনাস্থলে নিহত হন।
প্রবাসী আহমদ ছফা সৌদি আরবে রাজমিস্ত্রির কাজ করতেন। ঘটনার দিন রাজমিস্ত্রির কাজ করা অবস্থায় ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাতে আহমদ ছফা ঘটনাস্থলে মারা যান। স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে তিনি পরিবারের সাথে শেষবারের মতো কথা বলেছেন।
নিহত আহমদ ছাফা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন লোহাগাড়া সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড় লোহারদীঘির এলাকার দফাদার পাড়ার মোজাহের আহমদের পুত্র ও ২ সন্তানের জনক।