সৌদি আরবে একদিনে চট্টগ্রামের দুই প্রবাসীর মৃত্যু

সৌদি আরব প্রতিনিধি: সৌদি প্রবাসীদের মৃত্যু মিছিল যেন দিন দিন বেড়েই যাচ্ছে। সৌদি আরবে এক দিনেই দুই প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

স্থানীয় প্রবাসী সূত্রে জানা গেছে, শনিবার (১১ জানুয়ারি) মদিনা শহরে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের  কাশেম মুন্সিপাড়া নিবাসী মোঃ ইউসুফ সৌদি আরব মদিনা প্রবাসী কর্মরত অবস্থায় ইন্তেকাল করেন। তার লাশ বর্তমানে মদিনা শহরের একটি হাসপাতালের হিমাগরে মর্গে রাখা হয়েছে।

নিহত আরেক প্রবাসী মক্কা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পেটান শাহ বাড়ি নিবাসী মো: আঙ্গুর ইন্তেকাল করেন।

গত কিছুদিন আগে এখানেই তার হার্টে ব্লক ধরা পড়ায় ওপেন হার্ট সার্জারী করা হয়। সবকিছু ঠিকঠাক ছিল এবং তিনি প্রায় সুস্থ হয়ে উঠেছিলেন।

ক’দিনের মধ্যে দেশে যাওয়ার কথা ছিল। বর্তমানে তার লাশ মক্কা আন নূর হাসপাতালে হিমাগরে মর্গে রাখা হয় আছে। তাদের উভয়ের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/তারেক/জেএইচ

Scroll to Top