পড়া হয়েছে: ৩৬
সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের জেদ্দায় সড়ক দূর্ঘটনায় আনোয়ার হোসেন মাঝি নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছে।
জানা যায়, কয়েকদিন আগে জেদ্দা নিজ বাসা থেকে কাজে যাওয়া পথে আনোয়ার হোসেন মাঝি (৪৫) গুরুতর আহত হন। দূর্ঘটনা এলাকা থেকে স্হানীরা উদ্ধার করে কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থা অবনতি হলে তাকে আইসিইউ রাখা হয়। গত ২১ জুন রাতে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত এ রেমিট্যান্স যোদ্ধা মৃত্যু হয়।
জেদ্দা প্রবাসী আনোয়ার হোসেন চাঁদপুর জেলার হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ৭নং ওয়ার্ড়ের ছোট লক্ষীপুর গ্রামের বাসিন্দা।