সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরব প্রতিনিধি : চলতি মৌসুমে হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় মো. মোস্তফা (৮৯) নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শনিবার (১৮ মে) নগরীর একটি সরকারি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় এ হজযাত্রীর মৃত্যু হয়। তিনি ভোলা জেলার সদর উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ হজ্ব মিশন মক্কা অফিস থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৫ মে মদিনা মনোয়ারা কিং আবদুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আসাদুজ্জামান নামে আরও এক বাংলাদেশি হজযাত্রী মৃত্যু হয়েছে।

হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ২৮ হাজার ৭৬০ জন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৭৪৭ জন, বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৫ হাজার ১৩ জন। বাংলাদেশ বিমানসহ সর্বমোট ৭২টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ শেষে যাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। ফেরার শেষ ফ্লাইট হবে ২২ জুলাই।

চাটগাঁ নিউজ/খলিল/এসএ

Scroll to Top