সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চায় জামায়াত

সিপ্লাস ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৪ আগস্ট সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জামায়াতের সাত সদস্যের একটি প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে গিয়ে এ আবেদন জমা দেয়।

পরে ডিএমপি সদর দপ্তরের সামনে সাংবাদিকদের আব্দুর রাজ্জাক বলেন, ‘মঙ্গলবার ১ আগস্ট পূর্বঘোষিত কর্মসূচি পালনের কথা থাকলেও পুলিশের সহযোগিতা না পাওয়ায় আমরা সমাবেশ করতে পারিনি। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সমাবেশ করিনি।

তাই আগামী শুক্রবার (৪ আগস্ট) বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছি।’
 

তিনি আরো বলেন, ‘আজ কর্মব্যস্ত দিন হওয়ায় সমাবেশ করলে মানুষের ভোগান্তি হবে। তাই আগামী শুক্রবার ছুটির দিনে দুপুর আড়াইটার দিকে সমাবেশ করতে চায় জামায়াত। তারাও শুক্রবার কর্মসূচির ব্যাপারে পজিটিভ।

আমরা আশা করছি পুলিশ শতভাগ সহযোগিতা করবে।’
 

জামায়াতের আবেদনটি ডিএমপি সদর দপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সৈয়দ মামুন মোস্তফা গ্রহণ করেছেন বলে জানা গেছে।

Scroll to Top