চাটগাঁ নিউজ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড উপজেলার কুমিরাস্থ জিন্নুরাইন এগ্রো ফার্মে গ্রেটার চিটাগাংয়ের দিনব্যাপী আয়োজিত বার্ষিক পিকনিক ক্লাব সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয়।
এসময় ক্লাব কর্মকর্তারা কুমিরায় সেনিটাইজেশন প্রকল্পের আওতায় এলাকাবাসীর জন্য ৪টি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ও নিরাপদ বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ১টি গভীর নলকুপ উদ্বোধন করেন।
প্রকল্প উদ্বোধন শেষে ক্লাব প্রেসিডেন্ট এস এম জমির উদ্দিনের সভাপতিত্বে সম্পন্ন হয় ক্লাবের সাধারণ সভা। সভায় ক্লাব প্রেসিডেন্ট বলেন, মানব দেহের সুস্থতার জন্য সেনিটাইজেশন ও বিশুদ্ধ পানি অপরিহার্য। তিনি বলেন, সুস্থ দেহ সবল মন গঠনের জন্য শারীরিক সচেতনতা খুবই দরকার।
সভায় আরও বক্তব্য রাখেন- সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি সিপি মোহাম্মদ শাহজাহান, পিপি এমদাদুল আজিজ চৌধুরী, সেক্রেটারি ড. আয়েশা আফরিন, সৈয়দা কামরুন নাহার, মো. মিজানুর রহমান আপন, কোষাধ্যক্ষ মো. ইকরাম পাশা, মো. মনছুর মিয়া, সার্জেন্ট এট আর্মস এস এম সাজ্জাদ হোসেন, সহ সার্জেন্ট এট আর্মস এম এ মতিন, রোটারিয়ান মোহাম্মদ হান্নান, রোটারিয়ান জান্নাতুল ফেরদৌস, ফারিহা তাবাসসুম, শেখ ফরিদ, তৌহিদুল ইসলাম লিমন, রোটারিয়ান জামাল উদ্দিন প্রমুখ।
অতিথি ছিলেন পুলিশের সহকারী কমিশনার মো. আবুল কালাম, ওয়াফি চৌধুরী ও রোটারি পরিবারের সদস্যরা। বক্তরা বলেন, আমাদের চারপাশের অসহায় ও সুবিধা-বঞ্চিতদের জন্য সেনিটাইজেশন প্রকল্প ও নিরাপদ বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধনের মধ্য দিয়ে সামাজিক সুরক্ষার কাজ শুরু হলো। মুলত তাদের সুরক্ষা দেওয়ায় রোটারিয়ানদের প্রাপ্তি।
এর আগে ক্লাব প্রেসিডেন্টের সার্বিক তত্ত্বাবধানে বার্ষিক পিকনিক ও আনন্দ আয়োজন অনুষ্ঠানে ক্লাব সদস্যদের পরিবারের শতাধিক সদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছিল। ক্লাব পরিবার সদস্যদের পুরুষদের জন্য ছিল ফুটবল খেলা, মহিলাদের জন্য বালিশ খেলা এবং বাচ্চাদের জন্য আকর্ষণীয় খেলাধুলা, শিল্পীদের মনোমুগ্ধকর গান পরিবেশনাসহ নানান আয়োজন। এছাড়াও খেলাধুলায় অংশগ্রহণকারীদের জন্য পুরস্কার ও র্যাপল-ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন