সেনাবাহিনীর প্রতি অনুরোধ মোস্তফা সরয়ার ফারুকীর

বিনোদন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলকে ঘিরে দেশজুড়ে চলমান উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

রবিবার (৪ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘সন্ত্রাস থামান’ ক্যাপশনে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

যেখানে এই নির্মাতা লিখেছেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী, আপনাদের কাজ যারাই সন্ত্রাস করছে, তাদের বিরুদ্ধে দাঁড়ান! তা সে যে পক্ষেরই হোক। যার যে মত, সে সেই মত প্রকাশ করবে, সমাবেশ করবে, মিছিল করবে। কিন্তু পিস্তল দিয়ে, শর্টগান দিয়ে কোন জনমত প্রকাশ করা হচ্ছে?’

শহীদ মিনারে জমায়েতের উদাহরণ টেনে নির্মাতা লেখেন, ‘কালকে লাখ লাখ লোক সমাবেশ করলো, দেশাত্ববোধক গান গাইলো, আমরা তো তাদের কারো হাতে পিস্তল দুরের কথা, একটা লাঠিও দেখলাম না। আজকে কেনো এই সন্ত্রাস? কেনো ৪২টা (এখন পর্যন্ত হিসেব) লাশ পড়লো?

ফারুকী আরও লেখেন, ‘যারা মারছেন, মার দিতে দিতে সাধারণ জনতাকে এরকম সাহসী বানিয়ে দিবেন না, যে সে ঘুরে দাঁড়ায়। তখন যে অগ্নুৎপাত হবে, সেটা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। তার আগেই সন্ত্রাস থামান।’

https://www.facebook.com/share/p/X9aZQNA9NBc5ns67/?mibextid=qi2Omg

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top