চাটগাঁ নিউজ ডেস্ক : সুরচক্র সঙ্গীত বিদ্যালয় এর বার্ষিক পরীক্ষা-২০২৫ গত শুক্রবার(৩১ জানুয়ারি) চিটাগাং পাইলট স্কুল এন্ড কলেজ এ অনুষ্ঠিত হয়েছে। কন্ঠসঙ্গীত, তবলা, গিটার, নৃত্য, আবৃত্তি, ইউকুলেলে ও চিত্রাঙ্কনসহ মোট ৭টি বিষয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দমুখর পরিবেশে একই দিনে ঔপপত্তিক ও ক্রিয়াত্মক পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে সুরচক্র সঙ্গীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক সব্যসাচী আচার্য বলেন, ‘সামাজিক বন্ধন দৃঢ় করতে ও সৃষ্টিশীল মেধার বিকাশে সঙ্গীত চর্চার বিকল্প নেই’।
সুন্দর ও সুশৃঙ্খল আধুনিক সমাজ বিনির্মানে সংস্কৃতি চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিষ্ঠালগ্ন থেকে সুরচক্র সঙ্গীত বিদ্যালয় সবসময় শিক্ষার্থীদের মানসিক প্রবৃত্তি উৎকর্ষ সাধনে এবং শিক্ষার্থীদের সঙ্গীতশিক্ষায় আগ্রহী করে তোলার সর্বাত্মক প্রয়াস করে আসছে।
সুরচক্র সঙ্গীত বিদ্যালয়ের সভাপতি অভিষেক দাশ বলেন, শিক্ষার্থীদের সঙ্গীত শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বার্ষিক পরীক্ষার আয়োজন করা হয়। অত্র বিদ্যালয়ের নির্ধারিত সিলেবাস অনুযায়ী বর্ষভেদে একজন শিক্ষার্থীর সঙ্গীত শিক্ষার পূর্ণাঙ্গ অগ্রগতি যাচাই করে পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী বর্ষের শ্রেনীতে প্রবেশের অনুমতি ও সিলেবাস দেওয়া হয়। এছাড়াও বার্ষিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে ক্রম অনুযায়ী সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করে শিক্ষার্থীদের সঙ্গীত অনুরাগী গড়ে তোলার সর্বাত্মক প্রচেষ্টা করা হয়।
শিক্ষার্থীদের অনুপ্রাণিত এবং সঙ্গীতশিক্ষায় আগ্রহী করতে সম্মানিত পরীক্ষকগণ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। উক্ত দিনে পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, মনিষা সরকার (কন্ঠসঙ্গীত), যোসেফ ডায়েস (গিটার), অভিষেক দাশ (কণ্ঠসঙ্গীত), পার্বন ঘরজা (গিটার), রাজন বাহাদুর লামা (তবলা), নবনীতা কর নবা (নৃত্য) ও অমিত কুমার জয় (চিত্রাঙ্কন)।
সঙ্গীত শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও পূর্ণাঙ্গ বিকাশে বার্ষিক পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চাটগাঁ নিউজ/এফএস