চাটগাঁ নিউজ ডেস্কঃ চট্টগ্রামে সুপার গ্লু আমদানিতে কম ঘোষণা দিয়ে প্রায় ২ কোটি টাকা রাজস্ব ফাঁকির ঘটনায় দায়ে দুজন আমদানিকারকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
মঙ্গলবার (১২ মার্চ) দুদকের উপ-সহকারী পরিচালক সবুজ হোসেন বাদী হয়ে চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, ঢাকার মেসার্স সততা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোহাম্মদ আমিরুল ইসলাম (৬০) ও চট্টগ্রামের খাতুনগঞ্জের অনামিকা ট্রেডার্সের স্বত্বাধিকারী শেখ ফারুক আহমেদ ওরফে শাহরিয়ার (৪৯)।
মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০০৩ সালের এক অভিযোগ অনুসন্ধানে মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকির সত্যতা পায় দুদক। পরে অনুসন্ধানে জানা যায়, ১৯৯৬ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মেসার্স সততা ইন্টারন্যাশনাল এবং অনামিকা ট্রেডার্স ইউসিবিএল ব্যাংকের দুই শাখায় ঋণপত্র খুলে ১৭টি বিল অব এন্ট্রির মাধ্যমে আমদানি করা সুপার গ্লু চট্টগ্রাম বন্দর দিয়ে খালাস করে।
চাটগাঁ নিউজ/এসবিএন