সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নব বিবি জলির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড আসনে জাতীয় পাটির প্রার্থী দিদারুল কবির দিদার। এর পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার জয়নব বিবি জলিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

গতকাল রোববার চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড আসনের জাতীয় পাটির প্রার্থী দিদারুল কবির দিদার সহকারী রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে তিনি এ অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করে বলেন, জয়নব বিবি জলি সরকারি গাড়িতে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী এস এম আল মামুনের নৌকা মার্কার পোস্টার লাগিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নব বিবি জলিকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার। এতে জলিকে ২৬ ডিসেম্বর সকালে রিটার্নিং অফিসারের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখা দেওয়ার জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জয়নব বিবি জলি বলেন, গণসংযোগে অংশ না নেওয়ায় আমার বিরুদ্ধে নিউজ পর্যন্ত হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আইন মেনেই চলবো।

প্রসঙ্গত, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কে এম রফিকুল ইসলাম বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সরকারি গাড়ি ব্যবহার করে প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে পারেন না। এক প্রার্থীর লিখিত অভিযোগে উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

Scroll to Top