পড়া হয়েছে: ৩৭
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে মোরশেদ আলী (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে আটটার সময় উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় রেললাইন এ ঘটনা ঘটে।
নিহত মোরশেদ হাটহাজারী উপজেলার উত্তর মার্দাশা গ্রামের কবির আহম্মদের ছেলে। তিনি বাঁশবাড়িয়াস্থ জিপিএইচ ফ্যাক্টরিতে ডেইলী লেবার হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, সকালে রেললাইন ধরে কর্মস্থলে যাওয়ার সময় চট্টগ্রামমূখী ডাউন লাইন চট্টগ্রাম মেইল নামক ট্রেনে ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড রেল পুলিশ ফাঁড়ির এসআই আমজাদ আলী বলেন, রেললাইনে হাঁটার সময় এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহন হন। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।
চাটগাঁ নিউজ/দুলু/এসআইএস