সীতাকুণ্ডের ফৌজদারহাটে মালবাহী ট্রেন লাইনচ্যুত

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ড ফৌজদারহাট এলাকায় ঢাকামুখি একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার (১৭ জুন) সকাল ৭টার দিকে ফৌজদারহাট জলিল টেক্সটাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনাটি ঘটে।

রেলের লুপ লাইনের অংশে এ ঘটনাটি ঘটনায় ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন ফৌজদারহাট রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ বিশ্বনাথ চন্দ্র পন্ডিত। তিনি বলেন, মালবাহী ট্রেনটি তেল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু ফৌজদারহাট স্টেশনের জলিল গেট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ মালবাহী ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে যায়।

তবে ভাগ্যক্রমে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। রেলের লুপ লাইনের অংশ ঘটনাটি ঘটায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, রেলের লুপ লাইনের অংশে ঘটনাটি ঘটায় বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top