সিলেট-মদিনা রুটে বিমানের সরাসরি ফ্লাইট চলাচল শুরু

চাটগাঁ নিউজ ডেস্ক: প্রথমবারের মতো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনায় সরাসরি ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের বিজি-২৩৭ ফ্লাইটটি ২৬৫ জন যাত্রী নিয়ে সিলেট ছাড়ে।

এর আগে ২০২২ সালের ২৪ অক্টোবর সিলেট-জেদ্দা সরাসরি ফ্লাইট চালু হয়। জেদ্দায় সরাসরি ফ্লাইট চালুর পর মদিনায় সরাসরি ফ্লাইটের দাবি করেন ট্রাভেলস ব্যবসায়ীসহ সৌদি আরব প্রবাসীরা। সেই প্রেক্ষিতে বুধবার থেকে সরাসরি ফ্লাইট চালু করল বাংলাদেশ বিমান। এখন থেকে সপ্তাহের প্রতি বুধবার এ ফ্লাইট অপারেট করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক বাদশা ফাহাদ জানান, বিজি-২৩৭ ফ্লাইটটি ঢাকা থেকে ৯৪ জন যাত্রী নিয়ে সিলেট পৌঁছায় সন্ধ্যা ৬টার দিকে। সিলেটের আরও ১৭১ জন যাত্রী নিয়ে সাড়ে ৬ টায় সিলেট থেকে মদিনার উদ্দেশে বিমানটি ছেড়ে যায়।

উল্লেখ্য, ফ্লাইটের আগে বিকাল সাড়ে ৪টায় যাত্রীদের নিয়ে দোয়া ও কেক কেটে আনুষ্ঠানিকতা শেষ করেন কর্তৃপক্ষ। এ সময় ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদসহ সিলেটের ট্রাভেলস ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

Scroll to Top