চাটগাঁ নিউজ ডেস্ক: বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ চার তরুণ একসঙ্গেই যাত্রা শুরু করেছিলেন। কিন্তু দুর্ঘটনার জেরে সেই যাত্রা শেষ হয়ে যায়। সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রাইভেট কার খালে পড়ে চার তরুণ নিহত হয়েছেন।
নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের লামাপাড় গ্রামের জুবায়ের আহসান (২৫), পানিহারাহাটি গ্রামের মেহেদী হাসান (২৪), জাঙ্গালহাটি গ্রামের আলী হোসেন (২৪) ও তোয়াসীহাটি গ্রামের নেহাল পাল (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের ৪ নম্বর বাংলাবাজার রাংপানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জৈন্তাপুর থেকে জাফলংয়ের উদ্দেশে যাওয়ার পথে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। স্থানীয় লোকজন প্রাইভেট কার থেকে চারজনকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত তরুণদের মধ্যে তিনজন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
এ ঘটনায় স্থানীয় একদল লোক হাসপাতালে ভাঙচুর চালায়।
জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সালাহউদ্দিন মিয়া বলেন, হাসপাতালের অ্যাম্বুলেন্সচালকের পদ শূন্য থাকায় অ্যাম্বুলেন্স দেওয়া সম্ভব হয়নি। এতে উত্তেজিত হয়ে হাসপাতালে ভাঙচুর চালানো হয়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, মামলা করা হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এমআর