নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে এখন ফলের সমারোহ। চারিদিকে নানা রকম ফল সুবাস ছড়াচ্ছে। গ্রামবাংলার এসব ফলে ছেয়ে গেছে চট্টগ্রাম শহরের অলিগলি ও বাজার। বছরের আর কোনো মাসে এত ফলের আগমন ঘটে না। এজন্য জ্যৈষ্ঠ মাসকে অনেকে ‘মধুমাস’ বলে থাকেন। মধুমাসে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কার্যালয়ে ফল উৎসবের আয়োজন করে। বাজার থেকে হরেক রকম ফল কিনে সহকর্মীদের নিয়ে এ উৎসব পালন করা হয়। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও ফল উৎসব পালন করতে দেখা যায়। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও ফল উৎসবের আয়োজন করা হয়।
তার ধারাবাহিকতায় চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন টিভি চ্যানেল সিপ্লাসটিভিও আয়োজন করেছে ব্যতিক্রমী এক ফল উৎসবের। মূলত সিপ্লাসটিভির প্রধান সম্পাদক আলমগীর অপুর জন্মবার্ষিকী উপলক্ষে এই ফল উৎসবের আয়োজন করা হয়।
বুধবার (৭ জুন) নগরীর ওয়াসা মোড়ের সিপ্লাসটিভির নিজস্ব অফিস কার্যালয়ে দিনব্যাপী এই উৎসব পালন করা হয়।
ফল উৎসবে আম, জাম, লিচু, কাঁঠাল, জামরুলের মতো মৌসুমি ফলসহ দেশি-বিদেশি হরেক রকমের ফলের প্রদর্শনী করা হয়। এসময় সিপ্লাসটিভির উপজেলা প্রতিনিধিসহ সিপ্লাসের প্রায় অর্ধশতাধিক কর্মচারী-কর্মকর্তা উপস্থিত ছিলেন।