পড়া হয়েছে: ৬৮
চাটগাঁ নিউজ ডেস্ক: আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৫০ হাজার মেট্রিক টন গম আমদানি করছে সরকার। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স এ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল এ গম সরবরাহ করবে।
বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বৈঠতে সভাপতিত্ব করেন।
বৈঠক সূত্রে জানা যায়, প্যাকেজ-৩-এর আওতায় এ গম কেনা হচ্ছে। প্রতি মেট্রিক টন গমের দাম ধরা হয়েছে ২৮৬ দশমিক ০৮ ডলার। এতে বাংলাদেশি মুদ্রায় মোট ব্যয় হবে ১৭১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা।
চাটগাঁ নিউজ/জেএইচ