সিএমপির সাবেক কমিশনারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামকে জুলাই অভ্যুত্থানে হত্যার শিকার চবি শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আজ বিকেল ৩টার দিকে আদালতে তোলা হয়।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয় তরুয়া অংশ নেন। আসামিদের কয়েকজনের নির্দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করা হয়। অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসামিদের অনেকে হামলায় যোগ দেন। গত বছরের ১৮ জুলাই নগরের চান্দগাঁও এলাকায় গুলিতে আহত হলে হাসপাতালে ভর্তি করা হয় হৃদয়কে। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ২৩ জুলাই মারা যান তিনি।

এ ঘটনায় হৃদয়ের বন্ধু আজিজুল হক বাদী হয়ে গত বছরের ২০ সেপ্টেম্বর নগরের চান্দগাঁও থানায় ২০৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা করেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বলেন, ঢাকা থেকে চান্দগাঁও থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার সিএমপি সাবেক কমিশনার সাইফুল ইসলামকে আদালতে হাজির করা হয়েছে। পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাকে জেলগেটে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এর আগে, বুধবার সকালে রাজধানী থেকে সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ২৩ আগস্ট তাকে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) থেকে চট্টগ্রাম নগর পুলিশের ৩২তম কমিশনার হিসেবে পদায়ন করা হয়। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে ২১ আগস্ট রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top