সাম্প্রতিক ইস্যুতে জাতিসংঘের চিঠির জবাব দিয়েছে সরকার

চাটগাঁ নিউজ ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক গত ২৩শে জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে দেশব্যাপী অস্থিরতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরেন একটি চিঠি পাঠান। পাশাপাশি চলমান সংকট নিরসনে বাংলাদেশকে সবরকম সহায়তার প্রস্তাব এবং বর্তমানে সৃষ্ট মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর স্বচ্ছ তদন্তের তাগিদ দেন তিনি। সেই চিঠির জবাব দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের তরফ থেকে ওই চিঠির জবাব পাঠানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গত ২৯ জুলাই জাতিসংঘে চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, পরিস্থিতির সুযোগ নেওয়া তৃতীয় পক্ষের সন্ত্রাসী কার্যক্রম এবং শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে পার্থক্য রয়েছে। বর্তমানে উদ্ভুত ঘটনার বিচারিক ও প্রশাসনিক তদন্ত চলছে। আন্তর্জাতিক গণমাধ্যমসহ মানুষের ধারণা অন্যদিকে যেন প্রভাবিত না হয় সেজন্য এ সময় জাতিসংঘ মানবাধিকার কমিশন এবং এর সংশ্লিষ্টদের বাংলাদেশ নিয়ে চূড়ান্ত মন্তব্য করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। এছাড়া তদন্তের আগে একপক্ষীয় প্রতিবেদনের ওপর ভিত্তি করে কোনো বিবৃতি দেওয়া থেকেও জাতিসংঘকে বিরত থাকতে অনুরোধ করেছে বাংলাদেশ।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top