চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক শ্রমমন্ত্রী এম এ মান্নানের ছেলে বর্তমান কার্যকরী কমিটির সদস্য আবদুল লতিফ টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর তাকে বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
রবিবার (২০ জানুয়ারি) মধ্যরাতে নগরীর কাজীর দেউড়ির ব্যাটারি গলির একটি বাসা থেকে আটক করে। পরে আজ সোমবার দুপুরে তাকে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমানের আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার আরেক ভাই মো. দিদারুল আলম নগর যুবলীগের সাধারণ সম্পাদক।
নগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন জানান, আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ টিপুকে গতকাল দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কোতোয়ালী থানার একটি বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আদালত সূত্র জানিয়েছে, গতকাল রাতে গ্রেপ্তারের প্রায় ১২ ঘণ্টা পর আজ দুপুর ২টার দিকে ২১ জন পুলিশ স্কটে তাকে আদালতে নেওয়া হয়।
কোতোয়ালী থানার জিআরও (এসআই) মো. কালাম বলেন, আজ দুপুর ২টার দিকে আবদুল লতিফ টিপু নামে এক আসামিকে আনা হয়েছে। বর্তমানে তিনি কোর্ট লকআপে আছেন। এর বেশি কিছু এই মুহুর্তে বলতে পারছি না।
আবদুল লতিফ টিপুর আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হক বলেন, রবিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তারের পর সোমবার দুপুরে তাকে আদালতে আনা হয়। আদালত মূলনথি প্রাপ্তি সাপেক্ষে শুনানির জন্য অপেক্ষমান রেখে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
চাটগাঁ নিউজ/জেএইচ