পড়া হয়েছে: ৭৮
চাটগাঁ নিউজ ডেস্ক: সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন।
তিনি বলেন, দুর্নীতির অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এর আগে গত ২০ আগস্ট মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং তার পরিবারের সব সদস্যের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
চাটগাঁ নিউজ/ইউডি