সাবেক এমপি চয়ন ইসলাম গ্রেফতার

অপারেশন ‘ডেভিল হান্ট'

চাটগাঁ নিউজ ডেস্ক: অপারেশন ‘ডেভিল হান্টে’ সারা দেশে চলছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান। এরই অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের মাটির মসজিদ এলাকার একটি বাসা থেকে সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

চয়ন ইসলাম পতিত সরকারের আমলে সিরাজগঞ্জ- ৬ আসনের এমপি ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনে ছাত্রদের উপর গুলি করার অভিযোগ রয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিনের নেতৃত্বে রোববার (৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২ টায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের সমন্বয়করাও উপস্থিত ছিলেন। এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের সমন্বয়করা ভবনটির চারপাশ ঘিরে রাখে এবং ভবনের প্রতিটা কক্ষ তল্লাশি করে।

জানা যায়, সাবেক এমপি চয়ন ইসলামকে পাঁচ তলা বিশিষ্ট ওই ভবনের চার তলার একটি রুম থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ২ মাস যাবত এই বাসায় অবস্থান করছিলেন সাবেক এমপি চয়ন ইসলাম।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি। রাত ৯টার দিকে আমরা এই সংবাদটি পাই। ঘটনার সত্যতা যাচাই করে রাত ১২ টায় এই অভিযান চালাই এবং সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেফতারে সক্ষম হই।

চাটগাঁ নিউজ/সৈকত/জেএইচ

Scroll to Top