সাতকানিয়ায় টোবাকো কোম্পানির ট্রাক চালক অপহরণ, গ্রেপ্তার ৩

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া টোবাকো কোম্পানির গাড়ি থামিয়ে চালককে অপহরণ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃত ট্রাক চালক ইমন ও ট্রাকে থাকা ১০ হাজার ৬১ কেজি তামাকাপাতা।

আটককৃত অপহরণকারীরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সুরাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুরাজপুর এলাকার সামশুল আলমের পুত্র ১. মো: ফারুক (৩০), ২. নুরুল কবির(২৫), ৩. ওসমান প্রা: ছোটজন (৩০)।

এ বিষয়ে ২৩ জুন সাতকানিয়া থানায় চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের সাহাব উদ্দিনের পুত্র মো: আবু সাকিব (৩৩) বাদী হয়ে একটি অপহরণের এজাহার দায়ের করেন।

পরে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান এর নির্দেশে ও অফিসার ইনচার্জ প্রিটন সরকার এর তদারকিতে থানার সাব-ইন্সেপেক্টর (নিরস্ত্র) মোস্তাক আহমদ ও সঙ্গীয় ফোর্স গতকাল রবিবার (২৩ জুন) রাত ১০ টার দিকে সাতকানিয়া থানাধীন ১৫ নং ছদাহ ইউনিয়নের হাসমতের দোকান এলাকা থেকে মাল বোঝায় ট্রাকগাড়ি, ভিকটিম ট্রাক ড্রাইভার মো: ইমন(৩২) কে সহ তিন অপহরণকারীকে আটক করেন।

অপহরণকারীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top