সাতকানিয়ায় টপসয়েল কাটার দায়ে ইটভাটাকে জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার দায়ে এক ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় উপজেলার ঢেমশা ইউনিয়নের পটুয়াখালী বিলে জিলানী ব্রিক ফিল্ডে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

দণ্ডপ্রাপ্ত ইটভাটার মালিক হাজী বেলাল আহমদ কেঁওচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকার মৃত ওসিউল্লাহর ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, কৃষি জমির টপসয়েল কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও সেটি অমান্য করে টপসয়েল কাটায় জিলানী ইটভাটাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে সহযোগিতা করে সাতকানিয়া থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top