পড়া হয়েছে: ৬৫
সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১২শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী হলেন, দক্ষিণ ঢেমশা ৩নং ওয়ার্ডের হাঙ্গরকুল চান্দের পাড়া এলাকার মৃত নুরুচ্ছফা প্রকাশ নুরুল ইসলামের পুত্র মোঃ পারভেজ (২৭)।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমানের নির্দেশনায় ও থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাতের নেতৃত্বে থানায় কর্মরত এসআই মোঃ সামছুদ্দৌহা সঙ্গীয় ফোর্সসহ অভিযান ডিউটি করাকালীন সময় সাতকানিয়া থানাধীন ৮নং ঢেমশা ইউপিস্থ ৩নং ওয়ার্ডের হাঙ্গারকুল চান্দের পাড়া এলাকায় উক্ত আসামীর বসত ঘর থেকে ইয়াবা সহ তাঁকে গ্রেফতার করা হয়।
আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।