রাঙামাটি প্রতিনিধি: সাজেক-খাগড়াছড়ি সড়কের ৮ মাইল এলাকায় চাঁদের গাড়ী-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সাজেকের বিসমিল্লাহ রেস্টুরেন্টের মালিক আব্দুল মতিন (৪৫) এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরো ৫ জন আহত হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর ) বিকেলে দীঘিনালা সড়কের ৮ মাইল এলাকায় পৌছালে খাগড়াছড়ি গামী পর্যটকবাহী চাঁদের গাড়ী সিএনজিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় সাজেকের বিসমিল্লাহ রেস্টুরেন্টের মালিক আব্দুল মতিন। ঘটনার পরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায় ।
আহতদের মধ্যে দেড় বছর বয়সী এক শিশুও রয়েছে বলে জানা গেছে। তারা সবাই চিকিৎসা শেষে চট্টগ্রাম থেকে ফিরছিলেন।নিহত ও আহতদের সকলের বাড়ি বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতুলী এলাকায়।