পড়া হয়েছে: ৪৩
রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রের সিজকছড়া এলাকায় পর্যটকবাহী চাঁদের গাড়ী (জীপ) নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পাহাড়ি খাদে পড়েছে। এতে অন্তত ১২ জন পর্যটক আহত হয়েছেন।
এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয়রা। গাড়িটি সাজেক থেকে খাগড়াছড়ি ফিরছিল।
আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে সেনাবাহিনী। দুর্ঘটনার শিকার সকল পর্যটক নোয়াখালী মহিলা কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে নোয়াখালী মহিলা কলেজ এর সহযোগী অধ্যাপক নুরুল আমিন ।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ /আলমগীর /ইউডি/জেএইচ