পড়া হয়েছে: ৬৩
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর সাগরিকা জহুর আহমেদ স্টেডিয়াম সংলগ্ন একটি ফোম কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের নিরলস চেষ্টায় বিকাল ৫টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে আগ্রাবাদ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সার্ভিসের উপসহকারি পরিচালক মো. আবদুল্লাহ বলেন, আজ বিকাল ৪টা ২০ মিনিটে আগুনের খবর পেয়ে ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে নির্বাপণে আমাদের টিম কাজ করছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় এ আগুনের ঘটনা ঘটে।
চাটগাঁ নিউজ/ইউডি