সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের ফোজদারহাটের সলিমপুর সিডিএ আবাসিক এলাকায় সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে কর্মচারীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সিডিএ এলাকা থেকে ৬৩ দশমিক ৭১ ঘনফুট কাঠ উদ্ধার করেছে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তারা। এসময় গাছ বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে।
জানা গেছে, সলিমপুর সিডিএ আবাসিক এলাকায় মেহগনি, ইউক্যালিপ্টাস, আকাশীসহ বিভিন্ন জাতের গাছ রয়েছে। সিডিএ এলাকায় দায়িত্বে থাকা চট্টগ্রাম সিডিএর নিযুক্ত দারোয়ান মো. মাসুদসহ কয়েকজন গাছগুলো কেটে বিক্রি করে আসছিল কয়েক বছর ধরে।
এ ব্যাপারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধতন কর্মকর্তারা জানিয়েছেন, গাছ কাটার বিষয়টি তারা অবগত নন। অবৈধ এ কাজে জড়িতরা ছাড় পাবে না।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনের কুমিরা রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার মঞ্জুরুল আলম চৌধুরী বলেন, ‘সলিমপুর সিডিএ আবাসিক এলাকায় গোপন তথ্যের খবর পেয়ে অভিযানকালে কাঠসহ একটি ট্রাক জব্দ করা হয়। ট্রাকে ১৪ টুকরা কাঠ ছিল। বন বিভাগের কর্মকর্তাদের দেখে গাড়ির চালকসহ গাছ কাটার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।
চাটগাঁ নিউজ/কামরুল/জেএইচ