সর্বোচ্চ ভোট পেয়ে সিএসই’র পরিচালক হলেন আকতার পারভেজ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) পরিচালনা পরিষদ নির্বাচনে শেয়ারহোল্ডার পরিচালক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পিএইচপি স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মেদ আখতার পারভেজ চৌধুরী। একই সঙ্গে নির্বাচিত হয়েছেন বি.কে. ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক মেজর (অবসরপ্রাপ্ত) এমদাদুল ইসলাম।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক্সচেঞ্জটির ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তারা নির্বাচিত হন। সিএসই এর প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএসই এর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম।

নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসেন উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি জানান, সর্বোচ্চ ভোট পেয়ে শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন মোহাম্মেদ আকতার পারভেজ চৌধুরী।

বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন সিএসই’র পরিচালক আব্দুল হালিম চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, ইশতার মহল, মোহাম্মাদ নকিব উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক এবং কোম্পানি সেক্রেটারি রাজীব সাহা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি ইলেকশন অব দ্যা বোর্ড অব ডিরেক্টর ইলেকশন ২০২৩ এ সর্বোচ্চ ৮৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন আকতার পারভেজ, ৫০ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন মেজর (অব:) এমদাদুল ইসলাম। অপর প্রার্থীরা ভোট পান যথাক্রমে মোহাম্মদ মহিউদ্দিন (এফসিএমএ) ১৭ ভোট, নুর মোহাম্মদ ১১ ভোট, মো. ওসমান গনি ১৩ ভোট, মো. সিদ্দিকুর রহমান ৪৬ ভোট।

সর্বোচ্চ ভোটে নির্বাচিত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে মোহাম্মদ আকতার পারভেজ বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন। যারা আমাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ করে দিয়েছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।

Scroll to Top