চাটগাঁ নিউজ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেছেন, সরকারি স্কুলের শিক্ষকরা সরকারি বিধি-বিধান মেনেই চাকরি করেন। তারা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি করতে পারবে না। কেউ যদি রাজনীতির সঙ্গে যুক্ত হন-এমন প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে (নেপ) ময়মনসিংহে দশম গ্রেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বিধান রঞ্জন বলেন, বাচ্চাদের পড়াশোনার মান বৃদ্ধির পাশাপাশি সেক্ষেত্রে খরচ কমাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। শিক্ষায় গুণগতমান বৃদ্ধিতে কাজ করছে সরকার, সে লক্ষ্যে কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।
তিনি বলেন, পরিমার্জন এবং বাইরের একটি টেন্ডার বাতিল করার কারণে কয়েকটি ক্লাসে বই দিতে বিলম্ব হচ্ছে। জানুয়ারির মধ্যে প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই দেওয়া হবে।
এ সময় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ময়মনসিংহের পরিচালক ফরিদ আহমেদ, উপপরিচালক সাদিয়া উম্মুল বানিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/ইউডি