সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ

চাটগাঁ নিউজ ডেস্ক: প্রতি বছর পাঁচ শতাংশ হারে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। স্থায়ী বেতন কমিশন গঠন করে এটি কার্যকরের কথা বলা হয়েছে।

আজ বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এমন সুপারিশ করেন কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।

উপদেষ্টার প্রেস উইং প্রতিবেদনটি প্রকাশ করে। এতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয় থেকে দেশের মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত ইনডেক্স বিশ্লেষণ করে প্রতি বছর মূল বেতন বাড়ানো যেতে পারে। তবে তা ৫ শতাংশের বেশি হবে না। এ জন্য একটি স্থায়ী বেতন কমিশন গঠন করার সুপারিশ করা হয়েছে।

১৫ বছর চাকরি করার পর স্বেচ্ছায় ছাড়লে সরকারি কর্মচারীদের পেনশনসহ সব ধরনের অবসর সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে। এ ছাড়া বাধ্যতামূলক অবসর বা ওএসডিতে পাঠানোর বিধান বাতিলের প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া দেশকে ৪টি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার সুপারিশও করা হয়। আর ঢাকা ও নারায়ণগঞ্জ নিয়ে গ্রেটার সিটি ঢাকা ক্যাপিটাল সিটি গঠনের সুপারিশ করে কমিশন।

ইমিগ্রেশনের জন্য পুলিশের আলাদা ইউনিট গঠনসহ পাবলিক সার্ভিস পৃথক করে তিনটি পাবলিক সার্ভিস কমিশন গঠনের প্রস্তাবও করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top