সন্দ্বীপে পাল্টাপাল্টি হামলায় আহত ৪

শেয়ার করুন

সন্দ্বীপ প্রতিনিধি: সন্দ্বীপে দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। আহতরা হলেন সাইফুল(২৮), পারভেজ (২৮), রিয়াদ (২৯) ও জাবেদ (৪০)। এদের মধ্যে পারভেজ ও জাবেদ মারাত্মক আহত হয়। তবে এই ঘটনায় এখনো কোন অভিযোগ হয়নি।

আহত পারভেজের বড় ভাই ইউপি সদস্য মো.জামাল জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক দশটায় তালতলী বাজারের পূর্ব মাথায় সাইফুলকে জাবেদ ও রাশেদ মারধর করে। খবর পেয়ে পারভেজ তাকে স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক আড়াইটায় তালতলী বাজারের মোড়ে পারভেজের উপর হামলা করে। হামলায় পারভেজ, সাইফুল ও রিয়াদ আহত হয়। ধারালো অস্ত্রের আঘাতে পারভেজের হাতের তিনটি আঙ্গুল ও শরীরের বিভিন্ন অংশে জখম হয়।

রাতেই পারভেজের অনুসারীদের পাল্টা হামলায় জাবেদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। এতে জাবেদের ডান পায়ের গোড়ালির রগ ও পিঠ কেটে যায়।

আহতদের স্থানীয় স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছে। জাবেদ হাসপাতালে ভর্তি রয়েছে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। সন্দ্বীপ থানার পুলিশের ওসি শহীদুল ইসলাম জানান, ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে ফোর্স পাঠিয়েছি। তবে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Scroll to Top