পড়া হয়েছে: ৫৯
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরী থেকে সন্দ্বীপের সাবেক উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে নগরীর পাহাড়তলী থানা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাঈন উদ্দিন মিশন (৫৯) সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি ২০২৩ সালের ২৫ মে সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আজাদ বলেন, তিনি একটি বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে তাকে আমরা গ্রেফতার করেছি। সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি এখন আমাদের হেফাজতে আছেন। সীতাকুণ্ড থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে।
চাটগাঁ নিউজ/এসএ